এবার জান্নাতি প্যালেসে আগুন দেয়া হলো নেচে গেয়ে

নাটোর অফিস ॥
নাটোরে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের পোড়া বাড়ি আলোচিত জান্নাতি প্যালেস নামের বাড়িতে আগুন দিয়ে বুলডোজার কর্মসুচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে শিক্ষার্থীরা শহরের কান্দিভিটা এলাকায় সাবেক এমপি শিমুলের সেই জান্নাতি প্যালেসে গিয়ে অবস্থান নিয়ে ৫ আগষ্ট পুড়ে যাওয়া গাড়িতে পুনরায় আগুন দেয়। সেখানে আগেই পুড়ে থাকা একটি গাড়িতে ও বারান্দায় আগুন জ্বালিয়ে দেয়া সহ ভাঙচুর চালায় তারা। এসময় গান বাজিয়ে নাচানাচিও করেন উপস্থিত ছাত্র জনতার অনেকে। এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এখান থেকে মাইক বাজিয়ে মিছিল নিয়ে কান্দিভিটাস্থ শিমুলের জান্নাতি প্যালেসে গিয়ে প্যালেসে আগুন দেয় তারা। প্রায় একঘন্টা ওই পোড়া বাড়ির ভিতরে অবস্থান করে সেই স্থান ত্যাগ করে ছাত্র-জনতা। এসময় ছাত্র নেতৃবৃন্দ বলেন,পতিত স্বৈরাচারী আওয়ামীলীগের কোন অস্তিত্ব থাকবেনা বাংলাদেশে।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, খবর পেয়েছি সেখানে বৈষম্যবিরোধী ছাত্ররাসহ অন্যান্য লোকজনও রয়েছে। বাড়িটিতে তো কিছুই ছিলনা। ছাত্র -জনতা বাড়িটিতে ডিজে পার্টি করেছে শুনেছি।
উল্লেখ্য,গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে শিমুলের বাড়ি ভাংচুর সহ অগ্নিসংযোগ করা হয়। পরদিন এই পোড়া বাড়ি থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে একই সময়ে নিচাবাজার এলাকায় ছাত্র-জনতা সাবেক পৌর মেয়র উমা চৌধুরী জলির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ সহ ভাংচুরের চেষ্টা করা হয়। সাবেক মেয়রের বাড়িতেও গত ৫ আগষ্ট হামলা চালিয়ে ভাংচুর সহ অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
নাটোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুস সামাদ শিশির বলেছেন, ফ্যাসিস্ট সরকারএর বক্তব্যকে ঘিরে ঢাকার ৩২ এর বুল ড্রোজার কর্মসূচি কে কেন্দ্র করে নাটোরেও আমরা সাবেক এম পি শফিকুল ইসলাম শিমুল এর বাসায় আমরা ভাংচুর ও আগুন দেয়। আওয়ামী লীগ এর দোসর দের সকল স্থাপনা আমরা এই বাংলার মাটিতে আর রাখবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *