নাটোর অফিস ॥
নাটোর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুল হক ডিউকের বাসায় হামলা চালিয়েছে দুবৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে শহরের কানাইখালী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির কাঁচের জানালা ও এসি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে জানালার কাঁচ ও এসি ক্ষতিগ্রস্থ হয়।
মিজানুল হক ডিউক অভিযোগ করে বলেন, রাত ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে একদল দুবৃর্ত্ত শহরের কানাইখালী এলাকায় অবস্থিত তার বাসভবন লক্ষ্য করে এলোপাথারি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তার বাসার জানালার কাঁচ ও এসি ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। এই ঘটনায় তিনি সহ বাড়ির সকলেই নিরাপদ রয়েছেন। সম্প্রতি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। পদবঞ্চিতদের সমর্থকরা এই হামলা করেছে বলে ধারনা করছেন। দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিবেন বলে জানান তিনি।
জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, বিষয়টি আমি জানতাম না। আমাকে এখনো ডিউক জানায়নি। তবে আসলেই এমন হলে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ দয়েরের পরামর্শ দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে লিখিত অভিযোগ দেননি। তবে কারা ঘটনাটি ঘটিয়েছে তা বের করতে পুলিশ তদন্ত করছে।