নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় উপজেলা বিআনেপির সদস্য সচিব দাউদার মাহমুদের বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় ও নাটোর জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক পদ পাওয়ায় দাউদার মাহমুদ কে সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপির একাংশ নেতাকর্মীরা। দাউদার মাহমুদের আগমন উপলক্ষ্যে সোমবার সকাল ১০ টা থেকে তার কর্মী-সমর্থকরা চলনবিল গেট এলাকায় জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বেলা সাড়ে ১১ টার দিকে তিনি পৌঁছালে নেতা কর্মীরা ফুলেল সুভেচ্ছা জানিয়ে একটি আনন্দ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। পরে কোর্ট মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ। সভাবেশে সমাপতিত্ব করেন সিংড়া শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আলী আজগর খান। বক্তব্য রাখেন শহর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান প্রমূখ।
এর আগে গত ১ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দাউদার মাহমুদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয় আর ২ ডিসেম্বর নবগঠিত জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পান। আর এই খবরে সিংড়া উপজেলায় তার কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন।
উল্লেখ্য দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটর সাইকেল শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগে গত ২০ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি নেতা দাউদার মাহমুদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিস্কার করা হয়।