নাটোর অফিস ॥
নাটোরে কথিত শামছুল হক নুরের বাগ বাগান বাড়ি দরবার শরীফ বন্ধের দাবিতে সমাবেশ করেছে
ইমান আকিদা সংরক্ষন পরিষদ। শুক্রবার(৩১ জানুয়ারি) বাদ জুমা শহরের উত্তর আলাইপুর জামে মসজিদ এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তৃতা করেন নাটোর জেলা ইমান আকিদা সংরক্ষন পরিষদের সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক খবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান মাহতাবি, উত্তর আলাইপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক শাসসুল হক, সহ-সভাপতি হামিদুল ইসলাম, কোষাধক্ষ্য বদরুজ্জামান ডাবলু, নাটোর পৌরসভার কর্মকর্তা জুলফিকার হায়দার বাবু প্রমুখ।
মুসল্লিদের অভিযোগ,উত্তর আলাইপুর এলাকায় শামছুল হক নুরের বাগ বাগান বাড়ি দরবার শরীফ নামে কোন দরবার শরীফের নাম শোনা যায়নি। তবে একটি গোষ্ঠি কথিত ওই পীরের পায়ে সালাম করাসাহ নাচ-গান ও মাদক সেবন করে ধর্মীয় বিরোধী অনুষ্ঠান পালন করে এলাকার পরিবেশ বিনষ্ট করে আসছে দীর্ঘদিন ধরে। মুসল্লি নেতৃবৃন্দ কথিত এই দরবার বন্ধের দাবি জানান।
এবিষয়ে দরবার শরীফের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
নাটোর সদর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মুসল্লিরা শান্তিপুর্নভাবেই এই সমাবেশ করে। মুসল্লিরা আইনী প্রক্রিয়ার মাধ্যমে এই দরবার শরীফ বন্ধের জন্য দাবি জানিয়েছেন।