নাটোর অফিস॥
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল জোন এলাকায় পাওয়ার ক্রাশারে (যন্ত্রচালিত আখমাড়াই কল) আখ মাড়াই করায় চারটি মাড়াইকলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এসময় দুজনকে দুই হাজার ২শ টা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার উধনপাড়া, নাগদহ, গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মিল জোন এলাকায় পাওয়ার ক্রাশার (যন্ত্রচালিত আখমাড়াই কল) দিয়ে আখ মাড়াই করায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারায় দুজনকে ২ হাজার ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং চারটি আখ মাড়াইকলের যন্ত্রাংশ জব্দ করা হয়। এ অভিযান আগামীতে অব্যহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আসব উদ্দিন, উপ-মহাব্যবস্থাপক (সস্প্রসারণ) কাউছার আলী সরকার ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।