গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আজ ২৪ জানুয়ারি শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের টোল প্লাজার কাছে বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হন। অপর একটি স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলী (৩০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত শাহিন আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গয়াহাট্টা এলাকার আলতাফ আকন্দের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, আজ ভোর চারটার দিকে উপজেলার কাছিকাটা টোল প্লাজার অদূরে অজ্ঞাতবাস চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে। অপরদিকে আজ সকাল সাতটার দিকে একটি খালি ট্রাক বন পাড়ার দিকে আসছিল। অপরদিকে বেনাপোল থেকে একটি ফল বোঝাই track সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছিকাটা নামক স্থানে পৌঁছালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বনপাড়াগামী ট্রাকের যাত্রী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গয়াহাট্টা এলাকার ফল ব্যবসায়ী শাহীন আলি নিহত হয়। উভয় স্থানের নিহত ব্যক্তির মরদেহ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। সেখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মরগে প্রেরণ করা হবে। পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও এর চালককে আটক করতে পারেনি। তিনি আরো জানন, কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় সড়ক আইনে মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *