নাটোর অফিস ॥
নাটোরের লালপুরে মা সেলিনা বেগমকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববিকে(১৬+) দশ বছরের আটক আদেশ দিয়েছে আদালত। আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আব্দুর রহিম এই আটকাদেশের ঘোষণা দেন। দন্ডপ্রাপ্ত ববি গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ি এলাকার জনৈক নজরুল ইসলামের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মার্চ ববি তার স্বামীকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য মা সেলিনা বেগমকে চাপ দেয়। কিন্তু ২২ মার্চ মোটরসাইকেল দিতে অস্বীকার করার একপর্যায়ে মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ববি তার মা সেলিনার গলায় ব্লেড দিয়ে পোঁচ দেয়। এতে সেলিনা বেগম ঘটনাস্থলেই মারা যায়। পরের দিন সেলিনা বেগমের ভাই সুলতান হোসেন হোসেন বাদী হয়ে তার ভাগ্নি নুসরাত জেরিন ববির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
নাটোর জজ কোর্টের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, ২০২১ সালের ২১ মার্চ নাটোরের গুরুদাসপুরে মেয়ে কর্তৃক মাকে হত্যার ঘটনায় আদালত সাক্ষী গ্রহণ এবং শুনানি শেষে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ামেয়ে ববিকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন।