নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে বসেছে ক্ষুদে বিজ্ঞানীদের মিলন মেলা। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে দুইদিন ব্যাপি মেলার উদ্বোধন করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস।
উপজেলা পরিষদ চত্বরে ১২টি স্কুল কলেজ ও আটটি সরকারি দপ্তরের শতাধিক ক্ষুদে বিজ্ঞানী ওই মেলায় অংশ গ্রহণ করেছে। তারা স্মার্ট বাংলাদেশ বির্নিমানের আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও উপস্থাপন করে দেখাচ্ছেন আগত দর্শনার্থীদেরকে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, ৃষি সম্প্রসারণ অফিসার হুসনেয়ারা মীরা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, সাংবাদিক আশরাফুল ইসলাম, সাইফুর রহমান, শিক্ষক শিবদাস সান্যাল, মিজানুর রহমান প্রমুখ।