নাটোর অফিস॥
“আজকের তারুন্যই আগামী দিনের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় স্কুলে স্বাস্থ্য সম্মত কিশোরী বান্ধব পয়ঃ নিস্কাশন বয়বস্থার দাবিতে র্যালি ও পথে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে কিশোর, কিশোরী ও ভূমিহীন সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মালঞ্চি বাজার প্রদক্ষিণ করে ওই বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা চত্বরে অবস্থিত পেড়াবাড়িয়া মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয় গেটে একটি পথে সভায় ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মীরা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কিশোরী কন্যা মিথিলা ও সানজিদা আক্তার।
এ সময় আরও বক্তব্য রাখেন, লক্ষনহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন, ভূমিহীন আঞ্চলিক কমিটির সহ-সভাপতি জালাল উদ্দিন, বাগাতিপাড়া মডেল থানার এসআই কামরুজ্জামান, নিজেরা করি সংস্থার প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা শেষে সহকারী কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত ইউএনও) সুরাইয়া মমতাজের এর হাতে স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।