ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

 

নাটোর অফিস॥
নাটোরের লালপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বেলা ১২ টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া-কদমচিলান গ্রামীণ সড়কের শেকচিলান এলাকায় এই মমার্ন্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন-উপজেলার কদিমচিলান ইউনিয়নের ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদার ছেলে শ্রাবন মজুমদার (১৬), রতন মজুমদার ছেলে স্বপ্ন মজুমদার(১৬) এবং সিংড়া এলাকার বিষ্ণ সরকারের ছেল বিধান সরকার (১৬)। তারা সকলেই দশম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, ওয়ালিয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা মোটর সাইকেলের সাথে সেকচিলান এলাকায় বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতের মোটর সাইকেল সহ মোটর সাইকেলের তিন আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় স্থানীয়রা ট্রাকটিকে উল্টিয়ে চাপা পড়া তেন মোটর সাইকেল আরোহীকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু ট্রাকের নিচে চাপা পড়ে মোটর সাইকেলের দুই আরোহি ঘটনাস্থলেই মারা যায় কিন্তু ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুইজন আরোহি ঘটনাস্থলেই মারা যায়। অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ সুমন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। দুর্ঘটনা কবিলত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *