অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা বয়কট করে অধ্যক্ষের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে বড়াইগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকির বিরুদ্ধে তারা ওই বিক্ষোভ করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
জানা যায়, কলেজে একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক ও দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার আইসিটি বিষয়ে পরীক্ষা ছিল রোববার। কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার ফি বেশী নেওয়াসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতির অভিযোগ তুলে অধ্যক্ষকে তাৎক্ষণিক পদত্যাগে বাধ্য করতে বিক্ষোভ শুরু করে। ঘন্টাব্যাপি চলা বিক্ষোভের সমাপ্তি হয় অধ্যক্ষকে ছুটি প্রদানের মাধ্যমে।
কলেজ শিক্ষার্থীরা জানায়, সরকারি কলেজে নির্বাচনী পরীক্ষার ফি ২৮০ এর স্থলে নেওয়া হয়েছে ৫০০ টাকা আদায় করা হয়েছে। এছাড়া ডিগ্রি পাস কোর্সের ফরম ফিলাপে ১৩০০ টাকার স্থলে ৩৩০০ টাকা নেওয়া হয়েছে। অন্যদিকে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানের ব্যাপক অনিয়ম করা হয়েছে। এইসব অনিয়মের প্রতিবাদে তারা অধ্যক্ষের পদত্যাগ দাবীতে বিক্ষোভ করতে বাধ্য হয়েছি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, অধ্যক্ষ মহোদয়কে আপাততঃ ১৫দিনের ছুটি নিয়েছেন। নির্ধারিত আইসিটি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। অধ্যক্ষ মহোদয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষকে অবগত করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা চাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *