শহরের পাড়া-মহল্লায় বিএনপির শীতবস্ত্র বিতরণ

নাটোর অফিস॥
নাটোর শহরের মহল্লায় মহল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত দুস্থ ও অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কার্যক্রমের আয়োজন করেন নাটোর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কর্মসূচির অংশ হিসেবে শহরের হাজরা নাটোর এলাকায় কম্বল বিতরণ করেন পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী।
অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিএনপির প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে এ রুপরেখা বাস্তবায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।
বিএনপি নেতা জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, শীতের শুরু থেকে তোর পৌর শহরের বিভিন্ন মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে তারেক রহমানের পক্ষ থেকে আমরা শীতবস্ত্র কম্বল বিতরণ করছি। তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় আজ শনিবার আমরা আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছি। এছাড়াও তিনি উপস্থিত সকলের নিকট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *