নাটোর অফিস॥
নাটোর গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ ও সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নাটোর মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভার শুরুতেই সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রবীণ নারী অভিনেত্রী এবং নাটোর ইঙ্গিত থিয়েটার কর্তৃক প্রদত্ত প্রথম সম্মাননা প্রাপ্ত অভিনেত্রী প্রতিমা রায় পুতুলের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন এবং এক মিনিট দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের আহ্বায়ক সুখময় রায় বিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আসিস নিয়োগী।
অনুষ্ঠানে আদিবাসী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ও সংক্ষুব্ধ জনতার ওপর পুলিশী হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় জনগণের ওপর ভ্যাটের বোঝা চাপানোর বিরুদ্ধে ও লুটেরাদের সম্পদ বাজেয়াপ্তের দাবিতে ঢাকায় শাহবাগের প্রতিবাদ সমাবেশের কর্মসূচির সাথে সংহতি জানানো হয় হয়। সভায় বক্তারা আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা এবং এই উপলক্ষে ঢাকাতে অনুষ্ঠিত সাধারণ ছাত্র প্রতিবাদে বিনা উস্কানিতে পুলিশের হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা অনতিবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানান।