নাটোর অফিস॥
নাটোরের প্রখ্যাত অভিনয়শিল্পী প্রতিমা রায় পুতুল পরলোক গমন করেছেন। আজ ১৭ জানুয়ারি শুক্রবার বিকেল ৫টার দিকে নাটোর শহরের লালবাজার মহল্লার তার নিকটাত্মীয়ের বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বাংলাদেশের ঐতিহাসিক এবং বিখ্যাত নাট্য প্রতিষ্ঠান সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অভিনয় দিয়ে তার অভিনয় জীবন শুরু। তিনি বহু নাটকে অভিনয় করেছেন। সাকাম পরিবারের পক্ষ থেকে থেকে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতিসহ সাকামের সকল কলাকুশলী। বর্ষিয়সী খ্যাতনামা অভিনয়শিল্পী প্রতিমা রায় (পুতুল) চিরকুমারী ছিলেন। প্রায় দেড় বছর বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে শয্যাশায়ী অবস্থায় থেকে তাঁর একমাত্র উত্তরসূরী বিজন ওরফে বিজন মাস্টার, অন্যান্য স্বজন ও গুণগ্রাহীসহ নাট্যকর্মীকে শোকে ভাসিয়ে পরলোক গমন করেন।
উল্লেখ্য পুতুল রায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের রানাঘাট এলাকায় বিভিন্ন স্থানে মঞ্চে অভিনয় করে শরণার্থী শিবিরে অর্থ যোগানে সহায়তা করেছিলেন। যার স্বীকৃতি না পেয়েই তিনি চলে গেলেন পরোলোকে।