নাটোরে গণতান্ত্রিক অধিকার কমিটি গঠণ

নাটোর অফিস॥
নাটোরে গঠণ করা হয়েছে বৈষম্য-বঞ্চনামুক্তির লক্ষ্যে নাগরিক সমঅধিকার প্রতিষ্ঠায় “গণতান্ত্রিক অধিকার কমিটি”। এড. সুখময় বিপ্লু কর্তৃক আহুত ৩য় দফা বৈঠকে চন্দন সিদ্ধান্তের সভাপতিত্বে আজ রোববার সন্ধ্যা ৬ টা থেকে রাত প্রায় ৯টা অব্দি নাটোর মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বিস্তারিত আলোচনা সাপেক্ষে এড. সুখময় বিপ্লুকে আহ্বায়ক এবং কবি আশীক রহমান টিটু ও নাট্যকর্মী রামানুজ নিয়োগী আশীষকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠণ করা হয়। ইত:পূর্বে ঢাকায় গঠিত একই কমিটির ১৩ দফা দাবির প্রতি সংহতি-সমর্থন ও একাত্মতা জানিয়ে জাতীয় ও স্থানীয় সমস্যা নিয়ে জনমত গড়ে তোলাসহ ন্যায্য দাবি আদায়ে এই কমিটি আত্মপ্রকাশ কের।।
এখন থেকে ঐ কমিটি ঢাকায় গঠিত অনুরূপ গণতান্ত্রিক অধিকার কমিটির সাথে যুক্ত থাকার পাশাপাশি অধিকারবঞ্চিত মানুষের পক্ষে কার্যকর ভূমিকা পালনে সচেষ্ট থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *