নাটোর অফিস॥
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কলম উচ্চ বিদ্যালয় মাঠের উপস্থিতিই তার প্রমাণ দেয়। বিগত দিনে এই খেলাধুলা ছিল রাজনৈতিক একটি চক্রে আবদ্ধ। আগামী দিনে যোগ্য খেলোয়াড়দের মূল্যায়ন করা কবে। খেলাধুলা থাকবে রাজনীতি মুক্ত। বিএনপি ক্ষমতায় গেলে কলম গ্রামকে শহরে রুপান্তরিত করা হবে। আমরা যেটা বলি সেটা করি। আমি কথা দিয়ে গেলাম এই কলম কে থানা, পৌরসভা ও প্রয়োজনে উপজেলা করা হবে।
রোববার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার কলম উচ্চ বিদ্যালয় মাঠে কলম ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
কলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি হায়দার রশিদ রিপন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সিংড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন, শারফুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট শামীম হোসেন, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহীম খলিল ফটিক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম প্রমুখ।
খেলায় বি জে এম গ্রুপ কুষ্টিয়াকে ২-১ গোলে হারিয়ে নওগাঁর ভাই ভাই ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নেতা দুলু।