নাটোর অফিস ॥
নাটোরের জংলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি হলেও চোরেরা মুল্যবান ল্যাপটপ ও প্রজেক্টর রেখে গেছে। রোববার ( ৫ জানুয়ারি) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। জংলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় সদর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
প্রধান শিক্ষক মো. আলী হোসেন বলেন , আজ সোমবার সকালে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে দেখি আলমারিরও তালা ভাঙা। আলমারির ভিতরে রাখা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কাগজ পত্র চুরি হয়ে গেছে। অথচ সেইখানে থাকা ল্যাপটপ ও প্রজেক্টর রেখে গেছে চোরেরা। এ বিষয়ে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে জিজ্ঞেস করলে সে সদুত্তর দেয় না। বিদ্যালয়ের শিক্ষকরা এই চুরির ঘটনায় চিন্তিত হয়ে পড়েছেন।
স্থানীয়রা বলেন, এমন চুরি রহস্যের জন্ম দিয়েছে। দামি ল্যাপটপ প্রজেক্টর চুরি না করে প্রয়োজনীয় নথি চুরি করা ভিন্ন কোন উদ্দেশ্য হাসিলের জন্য। তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণে দাবি জানান এবং এরকম ঘটনা যেন আর কখনও না ঘটে সে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান।
সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ বিদ্যালয়ে গিয়ে যেখানে আলমারি ভেঙে নিয়োগ সংক্রান্ত নথি চুরি করা হয়েছে তা পরিদর্শন করেছে। এ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে একটি অভিযোগ দিতে বলা হয়েছে। সেই সাথে পুলিশও তদন্ত করছে বলেও জানান ওসি।