নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধি ও গুদাম জাতকরণের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে চার ব্যবসায়ীকে ২লাখ ১০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দয়ারামপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মুল্য তালিকা প্রদর্শন না করা ,অধিক মুল্যে সার ও কীটনাশক বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় শরীফুল ইসলামকে ৩০ হাজার,জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার ও আবু মোহম্মদকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন আদালতের বিচারক। এছাড়া মালঞ্চি বাজারে রাসায়নিক সারের গুদামজাতকরণের মাধ্যমে সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মো: মুক্তার হোসেনকে কৃষি বিপনন আইন, ২০১৮ এর ১৯ (ড) ধারায় ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ফিরোজ আলী উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর সদস্যবৃন্দভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার বিচারক হা-মীম তাবাসসুম প্রভা ।