নাটোর অফিস।।
নাটোরের লালপুরে পৌষের হাড়কাঁপানো শীতে জুবুথুবু শীতার্ত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান। গত ১৫দিন যাবত উপজেলার রেলওয়ে স্টেশন, বাসস্টেশন, আশ্রয়ন প্রকল্প, এতিমখান, মাদ্রাসাসহ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে চলেছেন ইউএনও। এরই ধারাবাহিকতায় গতকাল রোবিবার (৫ জানুয়ারি) দিনগত রাতে নিজে গাড়ি বহরে কম্বল নিয়ে গরমের উষ্ণতা দিতে ঘুরে ঘুরে উপজেলার আব্দুলপুরসহ বিভিন্ন এলাকার আশ্রয়নপ্রকল্পে বসবাসকারী ২০০জন অসহায় শীতার্তদের মাঝে এই সরকারী কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় ইউএনও তাদের খোঁজখবর নেন এবং তাদের গায়ে গরমের উষ্ণতা দিতে কম্বল জড়িয়ে দেন।
কম্বল বিতরণ কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাইম মোহাম্মদ হাসান প্রমুখ।
ইউএনও মো. মেহেদী হাসান জানান, তীব্র শীতে উপজেলার অসহায় মানুষ যাতে কষ্ট না করে সেজন্য কম্বল বিতরণ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলামান রয়েছে। গত ১৫দিন হলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিজেই মধ্য রাতে গাড়ি বহরে কম্বল নিয়ে ঘুরে ঘুরে রেলওষ্টেশন, বাসস্টেশন, আশ্রয়ন প্রকল্প, এতিমখান, মাদ্রাসা, তৃতীয় লিঙ্গ, আদিবাসী, রাস্তার পাশে শুয়ে থাকা ছিন্নমূল শীতার্ত মানুষসহ বিভিন্ন গ্রামে কম্বল বিতরণ করেছেন। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
ইউএনও আরো বলেন, দুই দফায় লালপুরে শীতার্তদের জন্য ৫ হাজার ৪শটি সরকারী কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে ২হাজার ৫০০টি ও পৌরসভায় ৩০৫টি কম্বল বিতরণ করা হয়েছে। বাঁকি কম্বল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের মাধ্যমে ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। আগামীতে আরো কম্বল বিতরণ করা হবে বলেও জানান তিনি।