নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস ব্যবসায়ী ও ষ্ট্যান্ড কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপস্থিত সর্বসম্মতি ক্রমে আব্দুল বারীকে সভাপতি, সালমান হাফিজকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম গাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
গতকাল সন্ধায় বাইপাস মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আব্দুল বারীর সভাপতিত্বে এবং সালমান হাফিজের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, আসাদুজ্জামান মোল্লা, নাটোর কোর্টের এপিপি মোখলেছুর রহমান মিলন প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে বাইপাস এলাকার সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছররের জন্য কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি।