নাটোর অফিস ॥
নাটোরের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য ‘১ টাকায় স্বাস্থ্যসেবা’ প্রদান করা হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে নাটোর স্বার্থ রক্ষা কমিটি নামের একটি সংগঠন। সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নাটোর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেছেন নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজেশ কুমার সাহা এবং বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সালাম শেখ।
এই ক্যাম্পে সেবা গ্রহণকারী রোগীরা জানান, শহরে ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা খরচ হয়। এই ক্যাম্পে তারা ১ টাকায় ডাক্তার দেখানো সহ ঔষধ পেয়ে খুব খুশী হয়েছেন।
ওসমান গণী নামে এক রোগী বলেন, দীর্ঘদিন ধরে চর্মরোগের সমস্যায় রয়েছেন। অর্থাভাবে ডাক্তার দেখাতে পারেননা। এখানে ১টাকায় ডাক্তার দেখালাম। তাদের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী এখন ঔসুধ খাবো।
জেসমিন আক্তার নামে অপর এক রোগী বলেন, শহরে ডাক্তার দেখাতে গেলেই অনেক টাকা খরচ হয়ে যায়। আমাদের গ্রামে শহরের ডাক্তারেরা এসেছে, তাই শুনে আসলাম। চিকিৎসা নেওয়ার পর ঐষধও দিয়েছে। এক টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। আর কোন টাকা লাগেনি। এমন আয়োজন মাঝে মধ্যেই হলে ভালই হয়।
বৃদ্ধা রহিমা বেগম বলেন, বেশ কিছুদিন ধরে পা ব্যথায় ভুগছি। এখানে এসে ডাক্তার দেখাতে পেরে খুব ভালো লাগছে। তারা আমাকে পরামর্শ দিয়েছেন, এখন কিভাবে চলতে হবে এবং কি ঔষধ খেতে হবে। ডাক্তারকে টাকা দিতে হয়নি।
ক্যাম্পে চিকিৎসা প্রদানকারী নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজেশ কুমার সাহা বলেন, বিনা পয়সায় চিকিৎসা দিতে পেরে আমাদেরও ভাল লাগছে। রোগীরাও বেশ খুশী হয়েছেন। আরো সামাজিক প্রতিষ্ঠান এমন উদ্যোগ নিবেন বলে প্রত্যাশা করছি।
নাটোর স্বার্থ রক্ষা কমিটি সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন,প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। চিকিৎসাসেবা ছাড়াও বিনামূল্যে কয়েক ধরনের ওষুধ সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে নাটোরের অন্যান্য উপজেলাতেও এই কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।