নাটোর অফিস।।নাটোরের লালপুরে অনুমোদন ছাড়া অবৈধভাবে জমি থেকে এক্সেবেটর মেশিন দিয়ে মাটি কাটার দায়ে এক ব্যাক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার লালপুর ইউনিয়ান পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১৫ হাজার টাকা জরিমান করেন তিনি।লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে নিজের জমি থেকে এক্সেবেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি উত্তোলন করা আইনতদন্ডনীয় অপরাধ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী অভিযুক্তকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই সঙ্গে তাকে প্রাথমিকভাবে সর্তক করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও পরিচালনা করা হবে বলে জানান তিনি।’