নাটোর অফিস॥
আনন্দঘন পরিবেশে নাটোরের বড়াইগ্রামে ৬টি ধর্মপল্লী, বাগাতিপাড়ায় পাঁচটি ও নলডাঙ্গা উপজেলার দুই স্থানে খ্রীস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) এ উপলক্ষ্যে নাটোর জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী বড়াইগ্রামের বনপাড়া লুর্দের রানী মা মারীয়া গির্জায় সকাল সোয়া ৭টা ও ৯টায় বড়দিনের বিশেষ খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। এই খ্রিস্টযাগ পরিচালনা করেন পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, সহকারী পাল-পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ ও ফাদার পিউস গমেজ।
খ্রিস্টযাগ শেষে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কেক কাটেন জেলা প্রশাসক আসমা শাহীন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাড. আব্দুল কাদের মিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক এম লুৎফর রহমান সহ বিভিন্ন সুধীজন। পরে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একইভাবে উপজেলার বোর্ণী, রাজাপুর, মানগাছা, ভবানীপুর, কুমরুল ধর্মপল্লীতে আনন্দ মুখর পরিবেশে বড়দিন পালন করে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা। অপরদিকে সকাল দশটায় বাগাতিপাড়া উপজেলায় পাঁচুড়িয়া ভেরোনিকা গীর্জাসহ উপজেলার ৫টি গীর্জায় বড়দিন উৎসবের আয়োজন করা হয়। যীশুখ্রীষ্ট্রের জন্মদিনে স্থানে আদিবাসী মেয়েদের বিশেষ নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা সকলকে শুভেচ্ছা জানান।
এছাড়া নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া ও নশরতপুর গ্রামে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।