লালপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নাটোর অফিস।।নাটোরে লালপুরে ট্রেনে কাটা পড়ে নিজাম উদ্দিন নিজু (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের অদুরে রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি উপজেলার গোপালপুর পৌরসভা বিষ্টপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
সূত্র জানায়, পায়ে হেঁটে রেল লাইন পারা পারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন নিজাম উদ্দিন নিজু এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেণ, ঘটনার পর পরই নিহতের পরিবারের লেঅকজন এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে।
ঈশ্বরদী জিআরপি থানার ওসি মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *