বড়াল নদী পুনঃখনন কাজের উদ্বোধন

নাটোর অফিস ।।
বড়াল নদীর নাটোরের বড়াইগ্রামে ৮ কিলোমিটার অংশ পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বনপাড়া পৌরসভার নতুন বাজার এলাকায় ওই কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। বনপাড়া পৌরসভার তত্বাবধানে বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের এক কোটি ৭৯ লাখ ৯২ হাজার ২৫১ টাকা ব্যয়ে ওই সংস্কার কাজ সম্পন্ন হবে।
সহকারী কমিশনার (ভ‚মি) ও বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, পৌর বিএনপির আহবায়ক অধ্যাপক লুৎফর রহমান, বনপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মোল্লা, হিসাব রক্ষক মামুনুর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী রিপন কুমার শীল ও রাওফুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আসিফ আহম্মেদ প্রমূখ।
প্রকল্পের দায়ীত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী রাওফুল ইসলাম জানান, মূলত বনপাড়া পৌরসভাকে জলাবদ্ধতা থেকে রক্ষার উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। গত বর্ষা মৌসুমে উপজেলা পরিষদ, বনপাড়া বাজার, মুধাপাড়া মহল্লা, হারোয়া এলাকায় দীর্ঘ জলাবদ্ধার সৃষ্টি হয়। একই সাথে শহরের সাভাবিক ব্যবহার্য পানি অপসারনের জন্য একমাত্র ব্যবস্থা এই নদী। তাই বনপাড়া পৌরসভা ও বড়াইগ্রাম উপজেলা সদরদপ্তরকে জলাবদ্ধতা থেকে রক্ষায় এই নদী সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে। তিনি বলেন, নদীর অনেকাংশে মানুষ বিভিন্ন ভাবে দীর্ঘদিন থেকে ব্যবহার করে দখলে রেখেছেন। পৌরসভার পক্ষ থেকে নদীর যে অংশে বিভিন্ন স্থাপনা রয়েছে তা নিজ দায়ীত্বে অপসারনের জন্য মাইকিং করা হবে। একই সাথে নদী খনন কাজ সম্পন্ন করতে সকলের সহযোগিতার আগবান করা হবে।
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মোল্লা বলেন, বনপাড়া পৌরসভাকে একটি মডেল পৌরসভা করতে এই নদী সংস্কারের বিকল্প নাই। আমাদের পক্ষ থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও স্থানীয় আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম বলেন, বড়াল নদী সংস্কার কাজে বাংলাদেশ জামায়াতী ইসলামের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
বনপাড়া পৌর বিএনপির আহবায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, বনপাড়া পৌরসভা ও উপজেলা সদপ্তরকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষায় বড়াল নদী সংস্কার অপরিহার্য। তাই এই খনন কাজে যেকোন বাধা অপসারনসহ সবধরনের সহযোগিতা দেওয়া হবে।
সহকারী কমিশনার (ভ‚মি) ও বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, বনপাড়া পৌরসভাকে জলাবদ্ধার হাত থেকে রক্ষার জন্যই এই পুনঃখনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সুন্দারভাবে খনন কাজ সম্পন্ন করতে পারলে পরবর্তীতে সৌন্দর্য বর্ধন প্রকল্পের মাধ্যমে নদীর দুই ধার দিয়ে পৌরবাসীর জন্য হাঁটা ও বসার ব্যবস্থা করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *