লালপুরে ঔষধের দোকানে চুরির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নাটোর অফিস।।
নাটোরের লালপুরের গোপালপুর বাজারে জামিল র্ফামেসী নামের এক ঔষধের দোকানে টিন কেটে দুই লাখ ৯৭ হাজার টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ঔষুধ চুরি করে নিয়ে গেছে চোর। রোববার দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে। চুরির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঔষদের দোকানীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস গোপালপুর বাজার শাখার আয়োজনে কড়ইতলা এলাকায় সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় সকাল থেকে দুপুর পর্যন্ত গোপালপুর বাজারের সকল ঔষধের দোকান বন্ধ রেখেছিলো দোকানিরা। এতে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে রোগীদের।
মানববন্ধনে বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস লালপুর শাখার সভাপতি খন্দকার আমিনুল ইসলাম রেজা, সাধারন সস্পাদক মৌসুম খান বলেন, মাঝে মধ্যেই গোপালপুর বাজারে ঔষধের দোকানে চুরির ঘটনা ঘটছে। কিন্তু চোর ধরা পড়ছে না। একটি চক্র। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মাধ্যমে ঔষধের দোকান চুরির ঘটনা সুষ্ট তদন্ত সাপেক্ষে চোর শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষনা দেন বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতা ও দোকানীরা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হচ্ছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *