বাগাতিপাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেটলির গরম পানি ছুড়ে প্রতিবন্ধি দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ

নাটোর অফিস ।।
নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা চাওয়ায় গরম পানি ঢেলে আব্বাস আলী মন্ডল (৬২) নামে প্রতিবন্ধী এক চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ উঠছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক হাসান বিদ্যুৎ-এর বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের স্যানালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত বিদ্যুৎ তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা বলে দাবি করে ঘটনার জন্য উল্টো চা দোকাণির দিকে আঙ্গুল তুলেছেন। অভিযুক্ত বিদ্যুৎ একই এলাকার বদিউর রহমানের ছেলে।
চা দোকানি আব্বাস আলী জানান, বুধবার রাত ৮টার দিকে বন্ধু-বান্ধবসহ বিদ্যুৎ তার দোকানে এসে চা-বিস্কুট খায়। পরে পাওনা টাকা চাওয়ায় সে তার উপর চড়াও হয়ে আবোল-তাবোল বলতে থাকে। একপর্যায়ে কেটলিতে থাকা গরম পানি তার হাতে ঢেলে দেয় ও মারধর শুরু করে এবং দোকানের চায়ের কাপগুলোও সব ভেঙে ফেলে। পরে সে পালিয়ে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়। সে এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছে।
আব্বাস আলী আরো বলেন, এর আগেও দোকান বাকির টাকা চাওয়ায় কয়েকবার বিদ্যুৎ তাকে মারধর করেছে এবং দোকানপাট ভাঙচুর করেছে। দলের প্রভাব থাকায় তার কোনো বিচার হয়নি। তাই এবার বিদ্যুৎ-এর বিচার দাবি করেন।
বাবলু শেখ নামে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী বলেন, টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে কেটলির গরম পানিতে আব্বাস আলীর হাত ঝলসে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এএসএম লেলিন বলেন, বিদ্যুৎ খুব খারাপ প্রকৃতির ছেলে। সে সবসময় মারামারি নিয়েই থাকে। তার নামে মারামারির কয়েকটি মামলাও রয়েছে। বাকির টাকা চাওয়ায় আব্বাস আলীকে এর আগেও সে কয়েকবার মারধর করেছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিক হাসান বিদ্যুৎ বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই খানে আমার একটি কলাবাগান রয়েছে। কলাবাগানে কর্মরত শ্রমিকরা তার দোকানে চা পান বিড়ি খায়। আমি গিয়ে কত টাকা খেয়েছে জানতে চাইলে দোকাণী যে পরিমান টাকার কথা বলে তাকে আমার সন্দেহ হয় এবং বিষয়টি জানতে চাইলে সে আমার সাথে ঝগড়া বাধিয়ে বলে আমার কাছে সে আরো বকেয়া টাকা পাবে। একথা বলার পর আমি বাক বিতন্ডায় জড়িয়ে পরি। বরং বাক বিতন্ডার এক পর্যায়ে আব্বাস আলী আমার দিকেই কেটলির গরম পানি ছুড়ে মারে। ওই গরম পানি দোকানীর নিজের হাতে গিয়ে পড়ে। তার নিকট থেকে ওই দোকানদার বকেয়া কোনো টাকা পাবেনা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক বলেন, ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে বিদ্যুৎতের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভুগি আব্বাস আলী । ওই মামলা দায়েরের পর থেকে বিদ্যুৎ গা ঢাকা দিয়েছে। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *