নাটোর অফিস।।
গুমের শিকার সব নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং নির্মম হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাটোরের লালপুরের ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার গোপালপুর ডিগ্রী কলেজের মূল ফটকে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন নাটোর জেলা ছাত্রদলের সদস্য নাজির হোসেন খান রিমন, গোপালপুর পৌর ছাত্রদলের যুুগ্ম আহবায়ক মোমিন হোসেন, ছাত্রদলনেতা মৃদুল খান, ফাইম হোসেন নিরব, তানভরি আহমেদ ও ওয়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক জামিল হোসেন বিজয় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিগত পনের বছরে স্বৈরাচার হাসিনা সরকারের সময়ে ছাত্রদলের বহু নেতাকর্মী, বুদ্ধিজীবী ও সাংবাদিকসহ নিরপরাধ মানুষ খুন ও গুমের শিকার হয়েছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করেনি।
বিগত স্বৈরাচার সরকারের আমলে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তা যেন আর ফিরে না আসে। আমরা আগামীতে মানবাধিকার ও সাম্যের বাংলাদেশ দেখতে চাই। তারেক রহমানের সাম্যের বাংলাদেশ দেখতে চাই।’
পরে ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।