নাটোর: নাটোর নলডাঙ্গায় ভাতিজা রতনের (২৬) ছুরিকাঘাতে চাচা হোসেন আলী (৫০) নিহত হয়েছে।
রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিপ্রোবেলঘরিয়া ইউনিয়নের সমসখলসি দিয়ারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত হোসেন আলী সমসখলসি দিয়ারপারা গ্রামের কসিম উদ্দীনের ছেলে এবং ঘাতক রতন হোসেন আরশেদ আলীর ছেলে।
পুলিশের দাবি, পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি নাটোর-২ সদর আসনের সমলখলসি গ্রামের একটি ভোট কেন্দ্রের পাশে হওয়ায় অনেকেই ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক বলে অনেকেই প্রচার করছেন। যা সঠিক নয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১ টার দিকে পারিবারিক বিরোধ নিয়ে চাচা হোসেন আলীর সাথে ভাতিজা রতনের ঝগড়া বাধে। কথা কাটাকাটির এক পর্যায়ে রতন তার চাচাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনকভাবে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে।
জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো: শাহরিয়াজও ঘটনাটি পারিবারিক বিরোধের জের বলে জানিয়েছে।