নাটোর অফিস।।
নাটোরে শীতের কুয়াশার চাদর মুরি দেওয়া গুমোট আবহাওয়ায় এমনিতেই মানুষ অস্বস্তিতে দিন পার করছিল। সকাল থেকে সুর্যের দেখা নেই। এর মধ্যে হঠাৎ করেই দেখা দেয় গুড়ি গুড়ি বৃষ্টি। বেশ কিছক্ষন ধরে চলে এই গুড়ি গুড়ি বৃষ্টি । তবে এই বৃষ্টি নানা প্রয়োজনে বাড়ির বাড়িরে আসা নারী পুরুষদের কাপড় ভেজাতে না পাড়লেও দ্রুত বাড়ি ফিরেছেন কেউ কেউ। শীতে কাতর মানুষদের অনেকেই পড়েন অস্বস্তিতে।
কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন হঠাৎ বৃষ্টি অনেকেই আতংকিত হন। তবে ক্ষনস্থায়ী হওয়ায় কোন ক্ষতির শংকা নেই। সুর্যের দেখা মিললে সামন্য এই বৃষ্টিও ফসলের উপকারে আসবে।