সিংড়ায় দুর্নীতি বিরোধী মানববন্ধন

নাটোর অফিস।।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় বিভিন্ন কর্মসূটির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সদস্যদের নিয়ে প্রশাসনিক এলাকায় দুর্নীতিবিরোধী মানববন্ধন রচিত হয়। পরে পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মাজহারুল ইসলাম। দুপ্রক এর সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি শফিকুল কবীর, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, বিএনসিসির সদস্য নাইম হোসেন প্রমূখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *