লালপুরে সুমি হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

নাটোর অফিস ।।
নাটোরের লালপুরে সম্পা (২৪) নামের এক গৃহবধূকে আত্মহত্যা প্ররচনায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বুধবার (৪ডিসেম্বর) বেলা ১২ টার দিকে লালপুর থানা গেটের সামনে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ ১ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। সম্পা উপজেলার বাকনা পালপাড়া গ্রামের সোনারুল ইসলাম কালুর মেয়ে।
বিক্ষোভকারী জানান, গত ২ ডিসেম্বর রবিবার রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে স্বামী সুমনের বাড়ি থেকে সম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়। সম্পার মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার দাবি জানিয়ে বুধবার সকাল ১১ টা থেকে বিক্ষোভ করেছিল নিহত সম্পার স্বজন ও এলাকাবাসী। এক পর্যায়ে পুলিশে বাঁধা উপেক্ষা করে থানা চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ করেন তারা। পরে থানা থেকে বের হয়ে গেটের সামনের সড়কে বসে পড়ে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। পরে পুলিশ আগামী ২৪ ঘন্টার মধ্যে সম্পার মৃত্যুর জন্য দায়ীদের গ্রেপ্তারের আশ্বাসে দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
সম্পার মা রোজিনা বেগম জানান, আমার মেয়ে আত্মহত্যা করে নি। মেয়ের শশুড় বাড়ির লোকজন নির্যাতন করে পরিকল্পিত ভাবে আমার মেয়েকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনার দিন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *