নাটোর অফিস।।
নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধ ও স্থানীয় আ’লীগের দু’পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে বাড়ি-ঘর, দোকানপাট, মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুপিয়া বেগম (৫৫) নামের এক মহিলা আহত হয়েছে। বুধবার উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে দুই দফায় এই ঘটনা ঘটে।
জানাগেছে, ২০১৬ সালে বেড়াবাড়ি গ্রামের রেজাউল করিম নামের এক কৃষক হত্যার পর থেকে এই দু’গ্রæপের মধ্যে বিরোধ চলে আসছে । পক্ষ দুুটি হলো বেড়াবাড়ি গ্রামের দুই সহোদর ভাই রেজাউল করিম ও সাইফুল গ্রæপ ও অপর গ্রæপ ওয়ার্ড আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন। বুধবার সকালে বেড়াবাড়ি গ্রামের দুই সহোদর ভাই রেজাউল করিম ও সাইফুলের নেতৃত্বে সেন্টু, আলমাস, স্বপন সহ ১৫ থেকে ২০ জন লোক নিয়ে প্রতিপক্ষ ওয়ার্ড আ’লীগের সভাপতি আনোয়ার হোসেনের লোকজনের উপর হামলা করে। এসময় তারা মানিক প্রামাণিক নামের একজনের মোটরসাইকেল ও দোকানে ভাংচুর এবং মালামাল লুট করে নিয়ে যায়। ময়দান আলী, হারুন মোল্লা, রুপালি খাতুন ও মানিক হোসেনের বাড়ি-ঘর ভাংচুর করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যরা পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।