নাটোর অফিস।।
নাটোরের সিংড়ায় সরকারি জমিতে পুকুর খনন করার অপরাধে মান্নান শেখ নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ইউএনও মাজহারুল ইসলাম। সোমবার সকাল ৯ টায় উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই অর্থদন্ড করা হয়। জব্দ করা হয় ভেকুর ব্যাটারী ও যন্ত্রাংশ।
এছাড়াও বেলা ১১ টায় পৌর শহরের কাঁচা বাজার মনিটরিংয়ে যান ইউএনও। বাজারের ক্রেতা ও বিক্রেতার মধ্যে সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ইউএনও। এসময় মূল্য তালিকা নির্দিষ্ট জায়গা ঝুলানো না থাকার অপরাধে রবীন্দ্রনাথ সাহা নামের এক চাউল ব্যবসায়ীর দুই হাজার টাকা এবং মেহেরুল ও মিকরাইল নামের দুই কাঁচা সবজি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষরণ আইনে ৮০০ টাকা অর্থদন্ড করা হয়।