নাটোর সুগার মিলে ৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা

নাটোর অফিস।।
নাটোর সুগার মিলের কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে ২০২৪-২৫ মৌসুমের মাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯নভেম্বর) বিকেলে মিলটির ৪১তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উপসচিব পরিচালক (অর্থ) মো. আবুল কালাম আজাদ। এবার ৫ হাজার ১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মাড়াই কার্যক্রম শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী, জেলা জামায়াতের আমীর ডা. মীর নূরুল ইসলাম, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া প্রমুখ।
মিল সূত্রে জানাগেছে, চলতি ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে ৬০ কার্যদিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ৭০ ভাগ। নাটোর চিনিকলের ৮টি সাবজোনের ৪৮ কেন্দ্রের অধীনে আখ সরবারহ করা হবে। এবছর প্রতিমণ আখের মূল্য ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ২০২৩-২৪ মৌসুমে ৫২ কার্যদিবস নিয়ে ৬৯ হাজার ৮৪৪মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ২১৪মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছিলো। চিনি আহরণের হার ছিলো ৪ দশমিক ৬০ ভাগ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *