নাটোরঃ নাটোর-৩(সিংড়া) আসনে ভোট গ্রহন শুরুর আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রোববার সকাল ৮টা থেকে উপজেলার ১২ টি ইউনিয়নের ১১৮কি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সিংড়া শহরের গোল-ই- আফরোজ সরকারী কলেজ কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়ান।
এই কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী প্রতিমন্ত্রি জুনাইদ আহমেদ পলক।
ভোটদান শেষে পলক বলেন, বরাবরের মতই এবারো সিংড়ায় মানুষরা ভোটকে উৎসবমুখর ভাবে নিয়েছে যার প্রমাণ শুরুতে ভোটারদের ব্যাপক উপস্থিতি।
এসময় টানা তৃতীয়বারের মত বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন পলক।
এদিকে, বিএনপি প্রার্থী দাউদার মাহমুদ দমদমা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত চলনবিল অধ্যুষিত এ আসনে ২ লাখ ৭৩ হাজার ৩৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৭১৫ জন ও নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ২৮৬ জন।