কাদিরাবাদে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

নাটোর অফিস॥
বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স, ইএমই এবং এসিসি কোরের রিক্রুট ব্যাচ-২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ বৃহস্পতিবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ (ই-ইন-সি) মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামান। এছাড়া কুচকাওয়াজ পরিদর্শন করেন, সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। নান্দনিক ও চৌকষ প্যারেেেডর মাধ্যমে ইঞ্জিনিয়ার্স, ইএমই এবং এসিসি কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করেছেন। অনুষ্ঠানে প্রদান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষন সম্পন্নকারী রিক্রুটগনের পরিবারের সদস্যবৃন্দ কুচকাওয়াজ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *