নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিল এর ২৪তম এবং ২৫তম সভার সিদ্ধান্ত ও সুপারিশসমূহ অনুমোদন, অর্থ কমিটির ২২তম এবং ২৩তম সভার কার্যবিবরণীর সুপারিশসমূহ অনুমোদন, শৃংখলা কমিটির ১৪তম, ১৬তম এবং ১৭তম সভার সুপারিশসমূহ অনুমোদন, সিন্ডিকেট কর্তৃক মনোনীত অর্থ কমিটির (সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ) একজন প্রতিনিধি সদস্য মনোনয়ন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রেরণকৃত বাউয়েট কাদিরাবাদ এর ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল কে এফ এ সোহেল (অবঃ), বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক মনোনীত এরিয়া কমান্ডারের প্রতিনিধি লেঃ কর্ণেল মোঃ মাহমুদুজ্জামান, পিএসসি, পদাতিক, এরিয়া সদর দপ্তর বগুড়া, ইউজিসি কর্তৃক মনোনীত সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে, বাউয়েট এর সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম এবং সিএসই বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা উপস্থিত ছিলেন।
এছাড়া অনলাইনে যোগদান করেন এডব্লিউটি (এডুকেশন ডিভিশন) এর পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল স ম গোলাম আম্বিয়া, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ), এডব্লিউটি এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সদস্য মোঃ নজরুল ইসলাম, যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা)।