নাটোর অফিস।।
নাটোরের লালপুর উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় তিন কেজি ইলিশ জব্দ করে মাদ্রাসা ও লিল্লাহ বোডিং দেওয়া হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে মা ইলিশ রক্ষায় মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে পদ্মায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের ভ্রাম্যমাণ আদতালত।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, বিকেলে মা ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান চালায়। এ সময় মা ইলিশ আহরনে অসাধু জেলেদের পেতে রাখা ১৫০টি চাইনা দুয়ারি, ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ সময় ৩ কেজি ইলিশ জব্দ করে মাদ্রাসা ও লিল্লাহ বোডিং দেওয়া হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। পরে জনসম্মূখে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন বলেন, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় প্রতিনিয়তই পদ্মায় অভিযান চালানো হচ্ছে। গতকাল অভিযান চালিয়ে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ইলিশ সংরক্ষণে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। মা ইলিশ রক্ষায় এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।’