নাটোর অফিস॥
আলোচনা সভার মধ্য দিয়ে নাটোর সদর উপজেলায় আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে লাস্টারের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন, We Can Bangladesh ও Christian Aid এর আর্থিক সহায়তায় বুধবার বিকালে সদর উপজেলার শংকরভাগে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহাবিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। লাস্টারের নির্বাহী পরিচালক লায়লা আরজুমান বানুর সভাপতিত্বে ও প্রোগ্রাম সমন্বয়কারী জেকের আলী রায়হানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার ইসমত আরা তুশি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণমাধ্যম কর্মী কালিদাস রায়, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাতাব আলী, সাবেক ইউপি সদস্য ইব্রাহীম প্রধান, শিক্ষক পিন্টু ও আদিবাসী নেতা শ্যামলাল তেলী প্রমূখ। সভায় বক্তারা বলেন, প্রচলিত আইন সম্পর্কে আদিবাসীদের জানা উচিত। আদিবাসীদের প্রতিটি সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বর্তমানে সরকারি চাকুরিতে কোন টাকা লাগে না। যোগ্যতা অনুযায়ী আদিবাসীরা চাকুরি পাচ্ছে। এছাড়া কৃষিকাজ ছাড়া বিকল্প কর্মসংস্থানের প্রতি জোর দেন বক্তারা।