নাটোর অফিস ॥
নাটোরের যুবলীগ কর্মি রাকিব ও রায়হান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ জেলা বিএনপির ১৪ নেতা কর্মিকে খালাস দিয়েছে আদালত। বুধবার বেলা ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ বিচারক মোঃ মাইনুদ্দীন এই রায় প্রদান করেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৫ সালে ৫ জানুয়ারী আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গনতন্ত্র রক্ষায় বিজয় র্যালী কর্মসূচিতে যাওয়ার সময় নাটোর সদর উপজেলার তেবারিয়া এলাকায় রাকিব ও রায়হান নামের দুইজনকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রাকিবের বড় ভাই আনজুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পরে পুলিশ তদন্তে প্রাপ্ত আসামী বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বলেন, এ মামলায় বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারায় ও রাষ্ট্র পক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আসামী বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার আসামী ১৪ জনকে খালাস দেন। গত ১০ সেপ্টেম্বর দুলুকে আরো তিনটি মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেরিতে হলেও আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। তিনি রাকিব ও রায়হানের হত্যার মুল পরিকল্পনাকারী ও দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।