নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় শিক্ষায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার। পরে ইউএনও এর কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা।
মানববন্ধনে নিংগইন ও জোরমল্লিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ বণমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান শহরিয়ার, চকপুর বিল ভরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মাহমুদ, আগপাড়া শেরকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ।