নাটোর অফিস॥
কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করায় নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব দাউদার মাহমুদকে শোকজ করেছে বিএনপি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে শোকজ করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার জাগো নােটার সহ বিভিন্ন গণমাধ্যমে ‘কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিএনপি নেতা দাউদার মাহমুদের মোটরসাইকেল শোডাউন’ করার প্রতিবেদন ছাপা হলে আলোচনার ঝড় ওঠে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা অমান্য করে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর জেলাধীন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে দলের পক্ষ থেকে এহেন দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নিদের্শ প্রদান করা হয়েছে।