নাটোর অফিস॥
নাটোরের লালপুরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় বারি মাল্টা-১ এর প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাকনাইগ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (হার্টিকালচার উইং) মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (১ম সংশোধিত) প্রকল্প পরিচারক ড. ফারুক আহমেদ, লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় প্রমুখ।
মাঠ দিবসে বারি মাল্টা-১ এর চাষাবাদ পদ্ধতি, পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করা হয়। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।