নাটোর অফিস॥
নাটোরের লালপুরে ছাত্র আন্দোলনের মুখে অফিস ছেড়ে চলে গিয়েছেন সাব রেজিস্ট্রার। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা সাব রেজিস্ট্রার মাসুদ রানা অফিস ছেড়ে চলে যান। এর আগে সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপজেলা সাব রেজিস্ট্রার মাসুদ রানার পদত্যাগের ১ দফা দাবিতে সাব রেজিস্ট্রার চত্বরে বিক্ষোভ মিছিল করে ছাত্ররা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী ছাত্ররা বলেন,‘‘ রেজিস্ট্রি অফিসের প্রায় সবাই দূর্নীতি গ্রস্থ। সাধারণ মানুষকে জিম্মি করে যোগশাজসের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি টাকা। বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে। তাই আর কোন সিন্ডিকেট থাকবে না। আমারা সাব রেজিস্ট্রারের পদত্যাগ চাই।
তাদের আন্দোলনের মুখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি), শিমুল আক্তার সাব রেজিস্ট্রার মাসুদ রানাকে প্রত্যাহারের ঘোষণা দেন।
উপজেলা সাব রেজিস্ট্রার মাসুদ রানা বলেন, আমি কোন দুর্নীতি করিনাই। আমি মানুষের সেবা পেতে যাতে ভোগান্তিতে পড়তে না হয় তার জন্য সব সময় চেষ্টা করেছি। অথচ আমাকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র করে কিছু ছাত্রদের দিয়ে এই গুলি করাচ্ছে। আমি পদত্যাগ করি নাই তার পরেও আমি ছাত্রদরে দাবির মুখে সেচ্ছায় বদলির জন্য আমার উদ্ধতর্ন কর্তিপক্ষকে লিখিত ভাবে জানিয়েছি। এখানে আর অফিস করবো না। আমি চলে যাচ্ছি। উদ্ধতর্ন কর্তিপক্ষ যা সিদ্ধান্ত নিবে তাই হবে।’
এসময় তিনি ৮জন দলিল লেখকের নাম উল্লেখ করেছে । যারা বিগত সময়ে অফিসে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। পরবর্তীতে যে অফিসার আসবে সে এই বিষয়ে সিদ্ধান্ত নিবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় সমন্বায়ক বিদু হোসেন তার বক্তব্যে বলে, প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা আমাদের কর্মসূচি আপাতত স্থগিত করছি। আশা করি প্রশাসন এব্যাপারে দ্রুত পদক্ষেপ নিবেন। আন্দোলনের শরিক হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সকল শিক্ষার্থীকে বাসায় ফিরে যাওয়ার আহবান জানান তিনি।