নাটোরঃ নাটোর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের পক্ষে প্রচারণায় নামে আদিবাসী নারী শিক্ষার্থীর। তারা প্রচারনার অংশ হিসেবে শহরে বাইসাইকেল র্যালী বের করে। এসময় তারা নৌকার লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করে। র্যালীটি শহর ঘুরে কান্দিভিটা এলাকায় গিয়ে শেষ হয়।
সোমবার সকালে শহরের মাদরাসা মোড় এলাকা থেকে প্রায় ৩০ জন নারী শিক্ষার্থী বাইসাইকেল র্যালী বের করে। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিন করা সহ নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের জন্য ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করে। বাই সাইকেল র্যালীতে নারী শিক্ষার্থীদের সাথে আদিবাসী সমাজ উন্নয়ন পরিচালক নরেশ ওড়াও,আদিবাসী নেতা সন্তোষ পাহাড়ী,সমর মুরমু,শিবনে তেলী প্রমুখ আদিবাসি নেতা অংশ নেন।
নরেশ ওড়াও বলেন,তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামীলীগের প্রার্থীকে জয়ী করার লক্ষে প্রচারনায় নেমেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন। তাদের কিছু দাবীও পুরণ করেছেন। আদিবাসীদের উন্নয়নে আরো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছে। আওয়ামীলীগ আবারো ক্ষমতায় গেলে ওই সব প্রতিশ্রুতি পুরণ করবেন বলে আমারা আস্তা রেখেই প্রচারনায় নেমেছি। এছাড়া বর্তমান এমপি শফিকুল ইসলাম শিমুলও তাদের জন্য কাজ করেছেন।