নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গায় শিশু ধর্ষণের পর হত্যার দায়ে মোঃ বাবু ও মোঃ রইচ উদ্দিন নামে দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মামলার অপর পাঁচ আসামি মোঃ সোহাগ, মোঃ রাকিব হোসেন, মোঃ আল-আমিন, মোঃ জিয়ারুল ও মোঃ জামাল হোসেনকে বেকসুর খালাস দেন তিনি।
নাটোর জজ কোর্টের পিপি আনিসুর রহমান জানান ২০১৪ সালের ৬ মে রাতে নলডাঙ্গা উপজেলার খাজুরা মোল্লাপাড়া গ্রামে ভিকটিমকে তার নিজ শয়ন কক্ষে ঢুকে ধর্ষণ করার পরে বালিশ চাপা দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেই সঙ্গে ভিকটিমের গায়ে থাকা স্বর্ণালংকার এবং মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় তারা। এই ঘটনায় পরের দিন ভিকটিমের বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দশ বছর পর সাক্ষ্য গ্রহণ এবং শুনানির পর বিচারক বাবু ও রইচ উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। মামলার অপর পাঁচ আসামিকে তিনি বেকসুর খালাস প্রদান করেন।