শিক্ষক বটে !

নাটোর অফিস ॥
নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা(এন.এস) সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে পরীক্ষায় অকৃতকার্য দেখিয়ে কু-প্রস্তবের অভিযোগে সেলিম রেজা (৩৭) নামে এক শিক্ষককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। সেলিম রেজা কলেজের বাংলা বিভাগের প্রভাষক। সেলিম রেজার মোবাইল ফোন থেকে ওই ছাত্রীকে পাঠানো আপত্তিকর লিখিত কথোপকথন পাওয়া গেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী। সোমবার দুপুরে কলেজে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
লিখিত অভিযোগে জানাযায়, অভিযুক্ত শিক্ষক সেলিম রেজা কলেজের অদূরে একটি বাসা ভাড়া নিয়ে প্রাইভেট পড়াতেন। তিন মাস আগে ভুক্তভোগী ওই ছাত্রী সেখানে পড়ার সময় শিক্ষক সেলিম রেজা তাকে নানারকম কুপ্রস্তাব দেন। তিনি রাজি না হওয়ায় ক্লাসের পরীক্ষায় অকৃতকার্য করার হুমকি দেন তিনি । সম্প্রতি প্রকাশিত ফলাফলে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ে অকৃতকার্য হন ওই ছাত্রী। এ নিয়ে সেলিম রেজার সাথে ওই ছাত্রী দেখা করলে তাকে বাসায় ব্যক্তিগতভাবে দেখা করতে বলেন। গতকাল রোববার প্রাইভেট কোচিংয়ে দেখা করতে গেলে সেলিম রেজা তাকে আবারো কুপ্রস্তাব দেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে বাজেভাবে স্পর্শ করেন। এসময় ওই ছাত্রী দ্রুত কোচিং ত্যাগ করে চলে আসেন। সোমবার সকালে লিখিত অভিযোগ নিয়ে কলেজে গেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন তা গ্রহণ করেন। খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা কলেজে উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা সেলিম রেজাকে তাদের হাতে তুলে দিতে বলেন। পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেনাবাহিনীর সদস্যদের অবহিত করেন। পরে সেনাবাহিনী কলেজে গিয়ে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, শিক্ষক সেলিম রেজার বিরুদ্ধে লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হবে। আপাতত তাকে সেনা হেফাজতে পাঠানো হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সেনাবাহিনী দেখছে। তবে ভুক্তভোগী ছাত্রী থানায় এখনো লিখিত অভিযোগ দায়ের করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *