সিংড়াঃ নাটোরের সিংড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসপি) পরীক্ষায় উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৩৪৪ জন। সোমবার দুপুর ২টায় উপজেলা কোর্ট মাঠে প্রাথমিক শিক্ষা অফিসার মঈনুল হাসান এই ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিক্ষা অফিস সূত্রে জানায়, সিংড়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬৩৩২ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৩২১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪৪ জন। পাশের হার ৮৪। এর মধ্যে সিংড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। রেনেসাঁ অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলের ১৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন, দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
রেনেসাঁ অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ক্লাশের পাঠদান পদ্ধতি ও শিক্ষকদের ঐ ক্লান্তিক পরিশ্রমের ফলে স্কুলের ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।