নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগ নেতা কাইসার ওয়াদুদ বাবর দল থেকে পদত্যাগ করেছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। মঙ্গলবার দুপুরে উপজেলা আ. লীগের সভাপতি ও সম্পাদক বরাবর পাঠানো পদত্যাগ পত্রের কপি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কাইসার ওয়াদুদ বাবর বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তিনি উপজেলার মল্লিকপুর এলাকার আকছেদ আলীর ছেলে। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পদ হতে অব্যাহতি প্রদান করলাম এবং উক্ত সংগঠনের কোন প্রকার কার্যকলাপের সাথে জড়িত থাকবনা। এ বিষয়ে কাইসার ওয়াদুদ বাবর বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আজ থেকে পদত্যাগ করলাম। শিক্ষক হয়ে রাজনীতি করা ঠিক না ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি বলেও তিনি জানান। পরবর্তীতে তিনি অন্য কোন দলে যোগ দিবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , সেটা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু বলেন, আমি পদত্যাগের কোন কপি এখনো হাতে পাইনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, পদত্যাগের বিষয়টি আমার জানা নেই। তবে দলের এই দুসময়ে হয়তো চাপে পড়ে চাকুরি বাচাতে তিনি এই পথ অবলম্বন করেছেন।